AI রহস্য

September 28, 2025

“AI রহস্য”

ডেটা আসে নদীর স্রোতের মতন,
কম্পিউটার তাশোষে মুহূর্তে ততক্ষণ।

অ্যালগরিদম রান্নার রেসিপি প্রায়,
step by step সমস্যার সমাধান গড়ায়।

যেমন শিশু শেখে আস্তে আস্তে,
AI-ও শেখেনতুন কিছু প্রতিদিন অন্তরে।

নিউরাল নেটওয়ার্ক মস্তিষ্কের জাল,
বিশ্বজ্ঞান দিয়েকরে আমাদের বলশালী।

AI আজ আমাদেরই ঘরের সাথী,
সার্চ করে,গান শোনায়, কথা কয় রাতদিন।

ভবিষ্যতে এই বন্ধু পাশে থাকবে,
আমরাএগিয়ে যাবো তার সাথেই সবাই মিলে।

1000015635.png

Leave a Comment