মানুষ হও আগে
পেশার নামে লেবেল সাঁটা জ্যাকেট,
কোট-টাইয়ের নিচে হারিয়ে যায় মানুষ—
তুমি কি ডাক্তার? ইঞ্জিনিয়ার? নাকি শিক্ষক?
শুনতে চাই না, শুধু বলো—
হৃদয়ে কি প্রেম আছে?
রোজ সকালে অফিসের গাড়িতে চড়ে
কপালে ভাঁজ, চোখে স্ক্রিনের আলো,
ক্যারিয়ারের সিঁড়ি ভাঙতে ভাঙতে
ভুলে যাও নিজের মুখ…
তোমার শিশুটির প্রথম হাসি?
টাকার খাতায় বাড়ে শূন্যের সারি,
সমাজ বলে “সফল!”—
কিন্তু রাতে যখন আলো নিভে,
অন্ধকারে কাঁপে হাত—
কে শোনে তোমার নিঃশ্বাস?
পেশা তো শুধু উপলক্ষ,
মানুষ হওয়ারই নামান্তর—
হয়ো না পার্থিব পিরামিডের ইট,
হয়ো না যন্ত্রের দাস…
জন্ম তোমার মানুষের তরে!
তাই তো বলি—
পদবী আগায় না,
প্রেমেই মিলে মুক্তি;
পেশায় যাও, কিন্তু
মানুষ হও আগে…
