**স্বাধীনতার গান**
*(১৫ই আগস্ট উপলক্ষে)*
স্বপ্নের ঠিকানায় আজ পতাকা উড়ছে,
লাল-সবুজ-সাদায় প্রাণ জুড়ছে!
৭৮ বছর আগে যেদিন জেগেছিল স্বাধীন সূর্য,
ব্রিটিশের জাঁতা ভেঙে বাঁধন গেল উড়ে!
ভগত সিংয়ের রক্তে রাঙা এই মাটি,
গান্ধীজির অহিংসার বাণী অমলিন আঁটি।
নেতাজির “দিল্লি চলো” ধ্বনি আজও বাজে,
স্বাধীনতা মানে শুধুই কি পতাকা-পূজা?
না, স্বাধীনতা হলো দায়িত্বের নাম,
ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সংগ্রাম!
নতুন প্রজন্মের হাতেই এখন দায়,
গড়বে ভারত, আলোর পথে চায়!
