আতঙ্কের হেডলাইন
মিডিয়ার পর্দায় জ্বলে আজ অগ্নিশিখা,
ভয় আর আতঙ্কের ছড়ায় ছাই।
হৃদয়ে বিষ ঢেলে দেয় প্রতিদিন,
“বিপদ! ভয়!”—শুধুই সেই চিৎকার।
রক্তাক্ত অক্ষরে লেখা সংবাদ,
ঘুম হারায় চোখে যখন রাত জাগে।
“ধ্বংস আসে!” “মৃত্যুর ছায়া!”
শব্দগুলো বুকে বাজে যেন শেল।
সত্যি কি সবই? নাকি শুধু খেলা,
দর্শক ডাকো, রেটিং বাড়াও?
মন ভাঙা খবরের ঝড়ে,
ভালো কিছু কি আর থাকে না?
থামো একটু, ভাবো তো মন দিয়ে,
আলো ছড়াও, জ্ঞান দাও প্রাণে।
ভয় নয়, সত্যি হোক বন্ধু,
শান্তির বাণী, আশার গান।
