চোখ দুটি

September 27, 2025

চোখ দুটি
✍️চৌধুরী জসিমউদ্দিন
চোখ দুটি জানালা যেন,
অনুভূতির খানাখন্দ।
কথা হোক না বলা বলা,
চোখেই সব ইশারা।
কখনো হাসি, কখনো জল,
কখনো বা গভীর বল।
চোখের ভাষা বোঝে যে জন,
সেই তো সত্যি বন্ধু মন।
চোখে চোখে কথা হয়,
বিনা শব্দেরই আলাপন।
চোখের দৃষ্টি ভালোবাসা,
হৃদয়ে তারই বাসা।

548196498_2594287130741744_1293180036476623552_n.jpg

Leave a Comment