গ্রামের প্রতি ভালোবাসা
যেখানে আকাশ সবুজে মেশে,
প্রাণ জুড়ায় একটু শ্বাস নিতে।
পাখির ডাকে ঘুম ভাঙে সকালে,
সেই গ্রাম আমার, পৃথিবীর সবকিছু যার কাছে ফিকে।
ব্যস্ত শহরের আলো, চকচকে জিনিসপত্র,
সব ম্লান হয়ে যায়, গ্রামের কথা মনে হলে।
মাটির গন্ধে মন হয় উদাস,
ফিরে যেতে চায়, সেই চেনা জায়গায়।
নদীর কুলকুল শব্দ, বটগাছের ছায়া,
বন্ধুদের সাথে খেলার সেই স্মৃতিময় সময়।
মায়ের হাতের রান্না ভাতের স্বাদ,
দুনিয়ার কোথাও এমন স্নেহ মেলে না।
গ্রাম মানে শান্তি, গ্রাম মানে আশ্রয়,
যেন মায়ের আঁচল, সব দুঃখ ভুলিয়ে দেয়।
প্রকৃতির অকৃপণ, সৌন্দর্যের ভাণ্ডার,
আমার গ্রাম ছাড়া কোথাও শান্তি পাই না।
দুনিয়াজুড়ে ঘুরি, দেখি নানা দৃশ্য,
কিন্তু তুলনা হয় না আমার গ্রামের সাথে।
একটা টান, শেষ নেই,
গ্রামের কোলে ফিরে, যেন জীবনটা নতুন করে পাই।
