ভারতের রূপ

September 26, 2025

“ভারতের রূপ”
✍️চৌধুরী জসিমউদ্দিন (সম্পাদক সত্যপ্রদীপ পত্রিকা)
হিমালয় শির দিয়ে, যে দেশ চির সুন্দর,
নদী-নালা বয়ে চলে, প্রাণে করে দুরন্ত।
বসন্তে ফোটে ফুল, শীতেতে শিশির ভেজা,
বর্ষায় মেঘের গান, প্রকৃতি সাজায় সেজা।
পূর্বে উদয়াচল, পশ্চিমে সিন্ধু নদ,
উত্তরে হিমবন্ত, দক্ষিণে সাগর-অধর।
বহু ভাষা, বহু কাহিনি, এক সূত্রে গাঁথা,
ভারত মাতার কোলে, সবারই যে মাথা।
ফসলি ক্ষেতের সবুজ, খেতের সোনার শিষ,
প্রাণে প্রাণে বাজে বাঁশি, ভারতেরই এই রীতি।
ঋষির তপস্যা-ভূমি, বীরের ত্যাগ-স্থল,
এই মাটির গৌরবগাথা, চিরকাল অমল।

Generated-Image-September-26-2025-10_09PM.png

Leave a Comment