**”বড় চিন্তার মানুষ“**
যারা আকাশ ছুঁতে চায়,
সাগর ডিঙায় পাড়ি,
যাদের স্বপ্নে জ্বলে নক্ষত্র,
পৃথিবী তো তাদেরই বাড়ি।
যারা প্রশ্ন করে নীরবে,
ভাঙে সব প্রচলিত সীমা,
যাদের চিন্তায় আলো জ্বেলে
অন্ধকারে বাড়ে প্রীতি।
তাদেরই তো ডাক দিয়েছে পৃথিবী,
তাদেরই পথ দেখাবে রাত,
কারণ যারা বড় চিন্তা করে,
তারা ইতিহাস গড়ে বার বার।
ভয়কে যারা ঠেলে দেয়,
সত্যের সন্ধানে যায়,
পাথর গলে তাদের চোখে,
নতুন সকালের গান।
তাই তো বলি, হে স্বপ্নবাজ,
চিন্তাকে করো না ক্ষয়,
যত বড় চিন্তা, তত বড় জয়—
এটাই তো জীবনের সয়!
