ফ্রিল্যান্সিং শুরুর আগে পাঁচটি স্মার্ট প্রস্তুতি

October 20, 2025

ফ্রিল্যান্সিং শুরুর আগে পাঁচটি স্মার্ট প্রস্তুতি
ক্যারিয়ার ডেস্ক
বিশ্বজুড়ে ফ্রিল্যান্সিং এখন এক দ্রুত বর্ধনশীল কর্মপদ্ধতি । সাম্প্রতিক এক গবেষণায় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক জানিয়েছে , বর্তমানে দক্ষ জ্ঞানভিত্তিক কর্মীদের প্রায় ২৮ শতাংশই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন , আর ৩৬ শতাংশ পূর্ণকালীন চাকরিজীবী শিগগিরই ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার কথা ভাবছেন ।

এই প্রবণতার পেছনে অবশ্য কারণও স্পষ্ট । ফ্রিল্যান্সিং আপনাকে দেয় কাজের স্বাধীনতা , সময় বেছে নেওয়া এবং ঘরে বসে কাজ করার সুযোগ । আপনি আসলে একপ্রকার ছোট ব্যবসার মালিক হয়ে যান , যার মাধ্যমে নিজের দক্ষতা অনুযায়ী কাজের দিক নির্ধারণ করতে পারেন । তবে এই স্বাধীনতার পেছনে যেমন সুযোগ আছে , তেমনি কিছু বাস্তবতা ও চ্যালেঞ্জও রয়েছে । TGB

লক্ষ্য ও পরিকল্পনা পরিষ্কার করুন প্রথমেই নিজের লক্ষ্য নির্ধারণ করুন । আপনি কি বর্তমান চাকরি ছেড়ে পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে যেতে চান , নাকি আয়ের একটি অতিরিক্ত উৎস হিসেবে এটি শুরু করবেন ? এই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আপনার ব্যবসার ধরন , ক্লায়েন্ট নির্বাচন , সেবার মূল্য এবং আয়কাঠামো । যদি

আপনি আংশিকভাবে শুরু করতে চান , তবে সময় ব্যবস্থাপনা ও কাজের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ । আর যদি পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে নামতে চান , তবে একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন ।

দক্ষতার চাহিদা যাচাই করুন ফ্রিল্যান্সিং শুরু করার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার দক্ষতা বা সেবা বাজারে আদৌ চাহিদাসম্পন্ন কি না তা যাচাই করা । আপনি যদি লেখালেখি , ডিজাইন , প্রোগ্রামিং , মার্কেটিং বা অনুবাদের মতো কোনো দক্ষতা রাখেন , তবে আপওয়ার্ক , ফাইভার , লিংকডইন বা অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ঘেঁটে দেখুন , এসব সেবার জন্য ক্লায়েন্টরা কী পরিমাণে কাজ দিচ্ছে । The Great Bangladesh

বাজার বিশ্লেষণের মাধ্যমে বুঝে নিন কোন খাতগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কোন ক্ষেত্রে প্রতিযোগিতা কম । মনে রাখবেন , সফল ফ্রিল্যান্সার হতে হলে এমন সেবা দিতে হবে , যা সরাসরি ক্লায়েন্টের কোনো সমস্যা সমাধান করে ।

পছন্দের কাজ বেছে নিন আপনার পছন্দ নয় , এমন কোনো কাজে যুক্ত হলে দীর্ঘ মেয়াদে আগ্রহ হারিয়ে ফেলবেন । তাই শুধু বাজারের চাহিদাই নয় , নিজের আগ্রহকে গুরুত্ব দিন । কেউ হয়তো লেখালেখিতে তৃপ্তি পান , কেউ

গ্রাফিক ডিজাইনে সৃজনশীলতা প্রকাশ করেন ।
আপনি যা – ই করেন না কেন , সেই কাজের প্রতি ভালোবাসা থাকলে তা শুধু আপনার দক্ষতাই বাড়াবে না , বরং ক্লায়েন্টের কাছেও আপনার কাজের মান আলাদা করে চোখে পড়বে ।

সময়সীমা ঠিক করুন অনেকে হঠাৎ চাকরি ছেড়ে ফুলটাইম ফ্রিল্যান্সার হয়ে যান । এই সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক প্রস্তুতি থাকা জরুরি । প্রথম দিকে কাজ না – ও পেতে পারেন , তাই অন্তত ৩ থেকে ৬ মাসের জীবনযাপনের খরচ সঞ্চিত রাখুন । যদি এখনই পুরো সময়ের ফ্রিল্যান্সিং সম্ভব না হয় , তবে পার্ট টাইম হিসেবে শুরু করুন । ব্যবসার মৌলিক ধারণা জেনে নিন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কেবল একজন কর্মী নন , একজন উদ্যোক্তাও ।

তাই আপনাকে ব্যবসার মৌলিক বিষয়গুলো বুঝতে হবে । আপনার সেবার মূল্য কীভাবে নির্ধারণ করবেন , ক্লায়েন্টের সঙ্গে কীভাবে চুক্তি করবেন , কর বা ট্যাক্স কীভাবে পরিচালনা করবেন— এসব জানা প্রয়োজন । কাজের সঙ্গে সঙ্গে আর্থিক ব্যবস্থাপনা , সময় পরিকল্পনা এবং পেশাদার আচরণে পারদর্শী হতে হবে ।

সোর্স আজকের পত্রিকা

সূত্র : ফোর্বস

See less

566211603_1254348513356708_6764205971247265896_n.jpg

Leave a Comment