দামোদর
✍️Chowdhury Jasimuddin
তুমি শুধু নদী নও, এক অশান্ত সন্তান,
বাংলার বুকেযেন প্রলয়ের গান।
ছোটনাগপুরের গর্ভেজন্ম তোমার,
ধেয়েআসা দুর্বার, অস্তিত্বে অন্ধকার।
কখনো বা শ্যামলা, কখনো বা রুষ্টা,
বন্যানামে যখন হয়েছো মন্থরা।
ভাঙিয়েধানক্ষেত, গ্রামের বাঁধ,
কেড়েনিয়ে যাও সব নিরাশার সাধ।
কিন্তু ওই যে তুমি, জীবনদায়িনী,
খাল কেটেজল দাও শুষ্ক ধরণী।
রূপসিবাংলার প্রাণে শক্তি সঞ্চার,
তুমিশিল্পের প্রাণ, তুমি কৃষির হার।
“বাংলার শোক” নামে ডাকি যারে কেউ,
সেই নামেডাকো, কিন্তু ভালোবেসো যেঁই।
তোমারিজলে ভেসে আসে নৌকা,
তোমারিকোলে খেলে ছেলে-মেয়ে হাওয়া।
তুমি ইতিহাস, তুমি বর্তমানের ধারা,
পুরাণের দামোদর,আজকের অবসরা।
তোমার তীরেindustries-এর আলো,
তোমার জলেreflects অতীতের কালো।
তুমি নদী, তুমি মা, তুমি দেবদারু,
বাংলার চিরচেনাএক আশীর্বাদ, অভিশাপ বুকে ধারু।
তোমার গান গাই আমি,তোমারি গরবে,
দামোদর,তুমি বয়ে যাও এই বাংলার ভবে।
