উদয়ের পথে

September 28, 2025

             উদয়ের পথে
✍️Chowdhury Jasimuddin
*(নতুন প্রজন্মের জন্য দশ দিশার গান)*
**প্রথম স্তবক:**
“স্বাস্থ্য যে প্রথম ধন” – এ বাণী চিরন্তন,
ফিট থাকো, প্রাণ রাখো, রোগ যেন নাহি স্পর্শে মন।
চরিত্রের দীপশিখা নিভে না যেন কভু,
সততা-সম্মান নিয়ে এগিয়ে যাও স্বপ্নপুরে!
**দ্বিতীয় স্তবক:**
মনোবল স্টিলের মতো, লক্ষ্য তীক্ষ্ণ ধার,
ঝড়-জল উপেক্ষা করে বানাও নিজস্ব পার।
মস্তিষ্কের কারখানা দিনরাত চালাও,
নতুন দক্ষতা যেন প্রতিদিন জালাও!
**তৃতীয় স্তবক:**
বাজারের ছন্দ শুনো, অর্থনীতির গান,
চাহিদার তালে তালে বুনো ব্যবসার ডান!
সংবিধান পড়ো ভাই, জানো দেশের নীতি,
জ্ঞানে আলো করে নাও অন্ধকার ভীতি!
**চতুর্থ স্তবক:**
বিপণনের জাদুকরি শিখো আজই রে,
গ্রাহকের হৃদয় জয় করো কথা-ভালোবাসা ভরে!
উপস্থাপনে রাজা হও, আইডিয়াকে করো আলো,
সফটওয়্যার-রোবটের ভাষা শিখো অবহেলে!
**সমাপ্তি:**
দশ দিশার এই মন্ত্র লয়ে যাও প্রাণে,
ভবিষ্যৎ তোর হাতে – আলোকিত সেই গানে!
কোডিং-এআই-বাণিজ্যের সাগরে ওরে ভাই,
নতুন ভারতের নায়ক তুই – জয়ী হবি ঠাই!

Generated-Image-September-28-2025-12_06AM.png

Leave a Comment